শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ
নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ২০২২ উদযাপন উপলক্ষে নারী উন্নয়ন সংগঠন প্রেরণার আয়োজনে দুটি নারী দলের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। (১৮ ডিসেম্বর) রবিবার বিকাল ৪টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী ফুটবল দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ে গোল না হলে খেলাটি টাইব্রেকার এর মাধ্যমে নিষ্পত্তি হয়। টাইব্রেকার সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪ তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ গোল করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি পুরস্কার প্রদান করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রেরণা নির্বাহী কমিটির সভাপতি ইলাদেবী মল্লিকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রথম আলো সাতক্ষীরা নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, বাংলাদেশ আওয়ামী লীগ মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুদা খানম মেধা।সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক আন্তর্জাতিক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু,
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, সোনাতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন,তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু যার গফফার, অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, খেলাটি পরিচালনা করেন মাহবুব এলাহী সোহাগ, শেখ মুর্শিদ এলাহী বাবু ,আল মাহমুদ ও সাকিব হোসেন।