এম মনির চৌধুরী রানা, বোয়ালখালী প্রতিনিধিঃ
চট্টগ্রামে বোয়ালখালী সংস্কারাধীন কালুরঘাট রেলসেতুর পশ্চিম প্রান্তের অস্থায়ী গেটের পাল্লার সাথে ঘষা লেগে থামতে হলো ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। ফলে ট্রেনটি ২৫ মিনিট দেরিতে কক্সবাজার পৌঁছায়।
আজ রোববার (৭ জুলাই) ভোরে ট্রেনটি সেতু পার হওয়ার সময় পশ্চিম প্রান্তের অস্থায়ী গেটের পাল্লার সাথে ট্রেনের কোচের বডি লেগে যায়। এতে কয়েকটি কোচের রঙ উঠে যায়। জানা গেছে, কক্সবাজার এক্সপ্রেস কালুরঘাট সেতু পার হচ্ছিল। এসময় ট্রেনের রেকের কোচের সাথে অস্থায়ী গেটের ঘষা লাগে। ফলে ট্রেনটি সেতু থামতে হয়। অস্থায়ী গেটটি কেটে সরিয়ে নিলে কক্সবাজার এক্সপ্রেস নির্ধারিত শিডিউলের ২৫ মিনিটে দেরিতে সকাল ৭ টা ৪৫ মিনিটে কক্সবাজার আইকনিক স্টেশনের পৌঁছায়। রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত বলেন, সংস্কারাধীন কালুরঘাট সেতুর নগর প্রান্তের অস্থায়ী গেট খুলে দেওয়ার পর বাতাসে গেটের একটি ট্রেনের সাথে লেগে যায়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন পাল্লাটি সরিয়ে নিয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।