সময়ের সংলাপঃ-
কাল নাকি তোর বিয়ে,,,,,???
কিরে আমাকে নিমন্ত্রণ করবি না,,,,,?? নিমন্ত্রণ করিস আর নাই বা করিস তাতে কি,, তোর বিয়ে আর আমি যাবো না!!! সেটা কখনো হতে পারে???
দেখ,, আমার না খুব ইচ্ছে তোর গায়ে হলুদের অনুষ্ঠানে নৃত্য করার!!!!
তোর বিয়েতে আমি অনেক মজা করবো,,,,,,!!!
নাচবো..... গাইবো...... হাসবো...... আরো কত কি যে করবো তা তোকে কখনো আমি বলে বুঝতে পারবো না,,,,,,,!!!
দেখ আমাকে,, তোর বিয়ের খবর শুনে আমি কতটা খুশি!! আনন্দে আমার চোখ দুটি দিয়ে জল চলে আসছে। কাল যখন আমি নৃত্য করবো ঠিক তখনই বুঝতে পারবি তোর বিয়ে হওয়াতে আমি কত খুশী হলাম,,,,,!!! তোর বিয়েতে আমার মত এমন খুশি হয়ত তুইও হসনি,,।।
বাদ দেঁতো আমার কথা,, পাগলের মতো কি সব যে তোকে বলছি!!!
তোর বিয়েতে শানাই বাজবে,,,ঢোল বাজবে,,,
কত আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবীরা আসবে,,,,,
কাল তো তোকে খুঁজেই পাওয়া যাবে না।।।
কাল তো তুই খুব ব্যস্ত থাকবি..... তাই না!!! কাল হয়তো তোর সাথে কথা বলার সুযোগই হবে না।
আমি জানি,, কাল তোকে বিয়ের সাজে অপরুপ সুন্দর লাগবে।। আমার স্বপ্নে দেখা পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে আসা রাজপুত্রের মতো। সবাই ভীড় করবে তোকে দেখার জন্য,,,
আমিও শত ভীড়ের মাঝে অপলক দৃষ্টিতে তোকে দেখবো।
জানিস, আমার না একটুও কষ্ট হবে না!!! হয়তো আনন্দে দুই ফোটা জল এমনই ভাবে চলে আসবে।
তারপর আর কি.......!!!??? দূর থেকেই তোকে হাসিমুখে বিদায় জানাবো!!! তুই চলে যাবি তোর জীবন সাথী কে নিয়ে আসতে।।।
ভালো থাক তুই তোর জীবন সাথীকে নিয়ে,,,, অনেক...... সুখে থাক। ঈশ্বর তোদের মঙ্গল করুন।
আজও তুই আমাকে একটুও বুঝতে পারলি না। জানতেও পারলিনা আমার মনের ভিতর কি চলছে। আমার খুব কষ্ট হচ্ছে রে খুব কষ্ট হচ্ছে। বুকের ভিতরটাই তোকে না পাওয়ার কষ্টে আজ খুব ব্যাথা করছে,,,,মনে হচ্ছে তুই ছাড়া আমার জীবনটাই বৃথা।
চিৎকার করে বলতে ইচ্ছে করছে আমি তোকে ভালোবাসি। হ্যাঁ,,, আমি তোকে অনেক ভালবাসি।।। আমার মত করে কেউ তোকে এতটা ভালবাসতে পারবে না। তোর জন্য আমি সব করতে পারি,,,,, তোর জন্য আমি বাঁচতেও পারি আবার মরতেও পারি।
কিন্তু আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তুই তো আমার জীবন।বল নারে তোকে ছাড়া আমি কিভাবে বেঁচে থাকবো..... নারে না তোকে ছাড়া আমি বাচঁতে পারবোনা।।। তাই,,,,,,
কাল যখন তুই অন্য কাউকে তোর জীবনে আনার জন্য
রওনা হবি ঠিক তখনই আমি তোর জীবন থেকে পরপারের উদ্দেশ্যে রওনা হবো।
তুই যখন অন্যের গলায় দিবি নরম ফুলের মালা
তখন আমার গলায় থাকবে রে শক্ত দড়ির ফাঁস।
অন্যের সিঁথেই যখন টকটকে লাল সিঁদুরে রাঙ্গারাঙ্গি আমার মুখ তখন লাল রক্তে মাখামাখি।
একদিকে অন্যের সাথে তোর শুভদৃষ্টি,,,
অন্য দিকে আমার ক্ষণস্থায়ী অপলক দৃষ্টি।
অগ্নিকে সাক্ষী রেখে অন্যের সাথে ঘুরবি যখন তুই সাতপাক,,,,
অগ্নি হাতে কেউ তখন ঘুরবে আমার চারিপাশ।।।
হবে আমার মুখে আগুন,,,,
পুড়ে হবো ছায়।।।
কাল যখন তুই অন্য কাউকে তোর বাড়ির আঙ্গিনায় নিয়ে আসবি তখন হয়তো আমি তোর আঙ্গিনা ছেড়ে অনেক দূরে যাবো চলে।।।
হয়তো তখনও আগুন জ্বলবে দাউদাউ
পারলে আসিস দিতে বিদায়,,,,
দূর থেকেই বাই বাই।।।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।