বগুড়া প্রতিনিধি ঃ সাজু বকুল
আগামী ২৩ মে/২৩ইং বগুড়ার কাহালু থিয়েটারের ৪০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী দুই বাংলার নাট্যোৎসব করার জন্য এক মতবিনিময় সভা করা হয়েছে।
বৃহস্পতিবার কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ও উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ এর সাথে এই মতবিনিময় করেন কাহালু থিয়েটারের নেতৃবৃন্দ।
মতবিনিময়ে অংশ নেন কাহালু থিয়েটারের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক শাহাজাদ আলী বাদশা, সহ-সাধারণ সম্পাদক মুনসুর রহমান তানসেন, সিনিয়ার সাংবাদিক আব্দুস ছালেক তোতা, এম, এ মতিন, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম প্রমুখ।
জানা গেছে আগামী ২২, ২৩ ও ২৪ মে কাহালু থিয়েটারের আয়োজনে তিন দিনব্যাপী দুই বাংলার নাট্যোৎসব সফল করার লক্ষে প্রাথমিকভাবে স্থানীয় উপজেলা ও প্রশাসনের সাথে এই মতবিনিময় করা হয়।
এই উৎসবে পশ্চিমবঙ্গের চারটি নাট্যদল ও কাহালু থিয়েটার সহ স্থানীয় দুটি সহ মোট ৬টি দল অংশ গ্রহন করবে। যার ফলে উৎসব সফল করতে পর্যায়ক্রমে কাহালু থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথেও মতবিনিময় করা হবে।