বগুড়া প্রতিনিধি ঃ সাজু বকুল
রোববার বেলা আড়াই টায় বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে বীরকেদার ইউ পির উপ-নির্বাচনে নব-নির্বাচিত সদস্য মোছাঃ শাবানা বেগমকে শপথ বাক্য পাঠ করান কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছাঃ মেরিনা আফরোজ ।
শপথ বাক্য পাঠ করানোর সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান রওশন আকতার, কাহালু উপজেলা নির্বাচন অফিসার জান্নাত আরা জলি, বীরকেদার ইউ পি চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, ইউপি সদস্য দিলরুবা আকতার মৃত্যুবরণ করায় উক্ত ওয়ার্ডের আসন শূন্য ঘোষনা করা হয়। ২০২৩ সালের ১৬ মার্চ বীরকেদার ইউ পির উপ-নিবাচন অনুষ্ঠিত হয়।