সাজু বকুল,বগুড়া প্রতিনিধিঃ
গতকাল ১৮ই মে ভেটিসোনাই গ্রামে এই বাচ্চাটি একটি পুকুরে মাছ ধরে পাশের পুকুরে হাত পা ধুতে গিয়ে ও গোসল করার উদ্দেশ্যে বাচ্চাটি পুকুরে নামার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ স্পর্শ হয়ে মৃত্যু বরণ করেন। পড়ে লোকমুখে জানাযায় পাখি পুকুরের মাছ শিকার করে খায় বিধায় পুকুরে বিদুৎ দিয়ে রাখে পুকুরের মালিক। কিন্তু পুকুরে পাখি মারার জন্য কোন মৎস্য চাষী কারেন্ট দিয়ে রাখে না। এবং পাখি ডিম পাড়ে তাই বিদ্যুৎ স্পর্শ হয়ে পাখি মরার সম্ভাবনা নেই। পুকুরে বিদ্যুৎ দিয়ে রাখার
মুল উদ্দেশ্য মাছ চোরকে ধরার জন্য এটি একটি রহস্যজনক ঘটনা এবং পুকুরের মালিকের এর দায়ভার নিতে হবে এই বাচ্চার মৃত্যুর জন্য। বাচ্চাটির বাবা বাদি না হয়ে পুকুর মালিক মোঃ সাহাদত এর সঙ্গে ঘরোয়া মিটিংয়ে এক লক্ষ টাকা মিমাংসা করেন বাচ্চা টির বাবা ও আত্মীয়-স্বজনেরা, বাচ্চাটির বয়স ছিল ১০ বছর, পুকুরের গভীরতা ছিল ১০ থেকে ১২ ফিট পানি, মীমাংসার ঘটনাটি গোপন সূত্রে জানা যায়
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অদৃশ্য কোনো শক্তি আছে কি না তা খতিয়ে দেখার জন্য।