সাবের হোসেন চৌধুরী
ঢাকা-৯ আসন থেকে বিজয়ী হয়েছেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। নৌকার হয়ে ৯০ হাজার ৩৯৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির কাজী আবুল খায়ের পেয়েছেন ২ হাজার ৭৯৪ ভোট।
ঢাকা-৯ আসনের মোট ভোটারের সংখ্যা চার লাখ ৪৯ হাজার ৯৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,২৮,৩৩৪ ও নারী ভোটার ২,২১,৫৮৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার পাঁচজন।