মোঃ শফিকুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুূর্গাপুর ইউনিয়নের পাঁচ, ছয়, নং ওয়ার্ডের যমুনা বকসীগ্রাম সড়ক।
এ সড়কের শেষ প্রান্তে বুড়াবুড়ী বাজার থেকে গোড়াই রঘুরা গামী পাঁকা রাস্তা। উক্ত সড়কের প্রায় দেড় কিলোমিটার পথ কাঁচা হওয়ায়, দুর্গাপুর ইউনিয়নের বকসী গ্রাম এলাকার জনগণ দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বর্তমান সড়কটি দিয়ে জনগন যাতায়াত করতে হিমসিম খাচ্ছে।
এলাকা বাসী আশরাফুল আলম, রানা মিয়া, রিপন মিয়া ও রাজু আহাম্মেদ সহ এলাকার জনগণ জানায়, তারা স্থানীয় চেয়ারম্যান সহ একজন ইটভাটা ও পেট্রোল পাম্পের মালিক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জুয়েল হোসেনের কাছে রাস্তাটি মেরামতের জন্য আবেদন করলে তিনি জানান,
বর্তমান সরকারি কোন বাজেট না থাকায় ইউনিয়ন পরিষদ রাস্তাটি মেরামত করে দিতে পারছেনা।
জনগণের দুর্ভোগ দেখে স্থানীয় ব্যবসায়ী মোঃ জুয়েল হোসেনের সহযোগীতা নিয়ে রাস্তাটি মেরামতের উদ্যোগ গ্রহন করেন।
(১৭ ই মে) বুধবার ভেকু দিয়ে রাস্তাটি মেরামতের কাজ শুরু করেন।
প্রায় ২টি ভেকু দিয়ে কয়েকজন শ্রমিক দিনব্যাপী রাস্তাটি মেরামত করছেন।
স্থানীয়রা জানান,
গত ঈদুল ফিতরের দু'দিন পুর্বে, জুয়েল এই এলাকায় গরীব দুঃখীদের মাঝে প্রায় পাঁচ লক্ষ টাকা দান করেন।
এ ছাড়া কয়েক হাজার ইটের কণা কয়েকট্রাক বালু দিয়ে রাস্তাটি মেরামতের কাজ করবেন।
জনগনের উপকারের জন্য তিনি এ অর্থ ব্যয় করছেন।
এলাকা বাসীর দুর্ভোগের কথা চিন্তা করে তিনি এ উদ্যোগ গ্রহন করেন।
এলকার জনগণ ব্যবসায়ী জুয়েলের জনসেবা মূলক মানবিক কাজকে স্বাগত জানিয়েছেন।
স্থানীয় চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ জানান, সরকারি কোন বরাদ্দ পাওয়া যায়নি তাই রাস্তাটি মেরামত করা সম্ভব হচ্ছেনা। আগামীতে বরাদ্দ পেলে এ রাস্তার উদ্যোগ নেয়া হবে বলে জানান।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।