মোঃ শফিকুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগে বিএনপি কর্মী আরাফাত হোসেন রয়েলকে (৩৪) জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত সোমবার বিকেলে পৌর শহরের গুণাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে ঘটনাস্থলেই ৫ হাজার টাকা অর্থদণ্ড করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান। অভিযুক্ত রয়েল পৌর শহরের মুন্সিপাড়ার বাসিন্দা। রয়েল বিএনপি সমর্থক বলে জানান উপস্থিত লোকজন।
জানা গেছে, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে উলিপুর (কুড়িগ্রাম-৩) আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ডা. আক্কাছ আলী সরকার।
সোমবার (১ জানুয়ারি) বিকেলে আরাফাত হোসেন (৩০) নামে কর্মী আক্কাছ আলী সরকারের ট্রাক প্রতীকের প্রচারে প্রাইভেটকারযোগে বজরার দিকে যাচ্ছিলেন। এ সময় গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে রয়েল গাড়িসহ ওই কর্মীকে আটকে দেন। পরে বিষয়টি থানায় অবগত করলে। খবর পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পুলিশ, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ জরিমানা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান এ বিষয়ে বলেন, অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার চালিয়ে যেতে পারে এজন্য আমাদের টহল অব্যাহত থাকবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।