মোঃ শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামে বিরল প্রজাতির একটি সামুদ্রিক ইলফিশ ধরা পড়েছে। আজ বুধবার (৩০ আগস্ট) সকালে খিড়াই নদীর চৌধুরী পাড়া এলাকায় মাছটি ধরা পড়ে।
চার কেজি ওজনের মাছটি দৈর্ঘ্য প্রায় সাড়ে ৩ ফুট। মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করছে শিকারি মো. ফারুক হোসেনের বাড়িতে।
স্থানীয় রবিউল ইসলাম বলেন, খিরাই নদীতে যৌথভাবে খড়া জাল দিয়ে মাছ ধরতে যান হোসেন আলী, আনোয়ার হোসেন, আব্দুল করিম ও মানিক মিয়া। সকালে তাদের জালে ইলফিশ নামের মাছটি ধরা পড়ে। তারা মাছটি বাড়িতে নিয়ে এলে উৎসুক জনতা একনজর দেখার জন্য ভিড় জমান।
মাছ শিকারি মো. ফারুক হোসেন বলেন, এ রকম মাছ জীবনে দেখেনি। মাছটি সকালে খড়া জালে আটকা পড়েছে। পরে খোঁজখবর নিয়ে জানলাম মাছটি খাওয়া যাবে।
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মো. মোক্তাজির খান বলেন, এ মাছটি উপকূলীয় এলাকায় দেখা যায়। কারণ বসত হয়তো এখানে চলে এসেছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।