মোঃ শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় শিক্ষক্রম রূপরেখা নতুন শিক্ষাক্রম বিস্তরণ ২০২১বাস্তবায়নে ৭দিনব্যাপী প্রশিক্ষনের উদ্ভোদন করা হয়েছে। ১৮ ডিসেম্বর সোমবার সকাল ৯ ঘটিকায় উপজেলা প্রশাসন হলরুমে অনুষ্ঠিত হয়।
উদ্ভোদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ।
পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।প্রশিক্ষনের শুভ উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী অফিসার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যক্ষ, নাগেশ্বরী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম আক্তারুজ্জামান, নাগেশ্বরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নিখিল চন্দ্র বর্মন, নাগেশ্বরী মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নাছিমুল ইসলাম রবু, নাগেশ্বরী কেরামতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগির হোসেন, খেলার ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক পাভেল জামান, কৃত্তিকা সেন বিল্টু, খলিলুর রহমান,মসলেম উদ্দিন।
সরেজমিনে গিয়ে দেখা যায় মোট তিনটি ভেন্যুতে সুন্দর ভাবে প্রশিক্ষকগণ শিক্ষকদের কে প্রশিক্ষণ করাচ্ছেন।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হাই জানায় উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার বিষয়ভিত্তিক শুধুমাত্র পাঠদানকারী শিক্ষকগণ প্রশিক্ষনে অংশগ্রহণ করছেন। একাডেমিক সুপার ভাইজার নিখিল চন্দ্র বর্মন বলেন সকল ভেন্যুতে কোন প্রকার সমস্যা ছাড়াই সুন্দর ভাবে চলছে প্রশিক্ষন কার্যক্রম।