মোঃ শফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাধীন নাওডাঙ্গা ইউনিয়নে প্রতিবন্ধী বর ও কনের বিয়ে আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়। বিয়েকে আনন্দঘন করতে বিয়ে শেষে ১০টি ভ্যানগাড়ি ও একটি অটোরিকশা নিয়ে ঢাকঢোল পিটিয়ে বর-কনেকে নিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করা হয়। আর এতে সামিল হয় ওই এলাকার শত শত মানুষ। ব্যতিক্রমধর্মী এ আয়োজনে খুশি এলাকার সবাই।
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত নাওডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন সড়কে বরের আত্মীয়-স্বজনসহ দুই শতাধিক নারী পুরুষ এই আনন্দ-আয়োজনে অংশগ্রহণ করে। এর আগে সোমবার রাতে দু’জনের বিবাহ সম্পন্ন হয়। এলাকাবাসী ব্যতিক্রমধর্মী এই বিয়ের ব্যয়ভার বহন করে।
স্থানীয় যুবক রনবীর চন্দ্র রায় বলেন, আমরা কয়েকজন যুবক মিলে দুই প্রতিবন্ধী নবদম্পতিসহ তাদের সকল আত্মীয়-স্বজন ও এলাকার শত শত মানুষ আনন্দ র্যালিতে অংশ নেই। এই বিয়েতে খুশি এলাকাবাসী। আমরা এই দম্পতির সংসারজীবন সুখী হোক, এ কামনা করি।
নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী জানান, আমার ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের বীরেন্দ্র নাথ রায়ের ছেলে প্রতিবন্ধী মনেশ্বন চন্দ্র রায়ের (২৫) সঙ্গে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের চাকলা গ্রামের উকিল চন্দ্র রায়ের মেয়ে সাবিত্রী রানী রায়ের (১৯) শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। এই বিয়েকে আনন্দঘন করতে এলাকাবাসী বিয়ের পর বর ও কনেকে নিয়ে পুরো এলাকা প্রদক্ষিণ করেন, এলাকার লোকজনের সঙ্গে কথা হলে তারা জানান বর কনে দেখার দুর দূরান্ত থেকে ও অনেকেই আসছেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।