মোঃ শফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা প্রশাসন আয়োজিত যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস/২০২৩ উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি'র মহোদয়ের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় পরে উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও নূরে তাসনিমের নেতৃত্বে কর্মকর্তাগণ, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ সোলায়মান আলীর নেতৃত্বে বীরমুক্তিযোদ্ধা, ওসি মোঃ আব্দুল্লাহিল জামানের নেতৃত্বে রাজারহাট থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সাজেদুর রহমান মন্ডল চাঁদ ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ-এর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমন কুমার রায় ও ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলামের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের পক্ষে আহবায়ক ও যুগ্ম আহ্বায়ক,উপজেলা জাতীয়পার্টির সদস্য সচিব মোঃ ওয়াহেদ আলী সরকারের নেতৃত্বে জাতীয়পার্টি, রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, প্রেসক্লাবের সভাপতি এস.এ বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে প্রেসক্লাব রাজারহাট, উপজেলা সাবরেজিষ্ট্রার কার্যালয়, দলিল লেখক সমিতি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, রাজারহাট সদর ইউপি, চাকিরপশার ইউপি, উপজেলা আনসার ভিডিপিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে এবং শহীদ মিনার ফুলে ফুলে ছেঁয়ে যায়। এরপর শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম। শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে শহীদ মিনার পাদদেশে বক্তব্য দেন- রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সুন্দর হাতের লেখা, চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও দেশাত্ববোধক গান পরিশেষে সকল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।