মোঃ শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
“স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার”
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। সারাদেশের ন্যায় রাজারহাটেও দিবসটি পালন করা হয়। মঙ্গলবার দুপুরে অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমুহের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি।
তিনি তার মূল্যবান বক্তব্য প্রদান করতে গিয়ে বলেন আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাধারণ মানুষের মৌলিক সেবাগুলোকে আরও নিশ্চিত করতে স্থানীয় সরকার ব্যবস্থার কোন বিকল্প নেই।
জাতীয় স্থানীয় সরকার দিবসটি উদ্বোধন শেষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আশিকুর ইসলাম মন্ডল সাবু,উপজেলা ভূমি সহকারী কমিশনার এবিএম আরিফুল হক,
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজুর রহমান,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আরিফুল আলম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান,উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল নোমান,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস এ বাবলু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ সোহেল রানা প্রমুখ। উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।