মোঃ শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামে ৪টি সংসদীয় আসনে মোট ২৬ জন প্রার্থী চুড়ান্ত লড়াইয়ে টিকে আছে। সোমবার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের প্রতিক ঘোষণা করেন। এর আগে রোববার কুড়িগ্রাম-১ ও ২ আসন থেকে আওয়ামীলীগের প্রার্থী আছলাম হোসেন সওদাগর ও মোঃ জাফর আলী দলীয় সিদ্ধান্তে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। একই ভাবে জাকের পার্টি ৪টি আসন থেকে প্রার্থী প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী আব্দুল হাই প্রর্থীতা প্রত্যাহার না করায় তার মার্কা বরাদ্দ দেয়া হয়। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কুড়িগ্রাম-৪ আসন থেকে আবু হানিফ প্রার্থীতা প্রত্যাহার করেন।
কুড়িগ্রাম-১ আসনে ৫জন প্রার্থী হলেন-এ কে এম মোস্তাফিজার রহমান (জাপা) লাঙ্গল প্রতিক, কাজি মোঃ লতিফুল কবির (বাংলাদেশ তরিকত ফেডারেশন) ফুলের মালা মার্কা, মোঃ আব্দুল হাই (জাকের পার্টি) গোলাপ ফুল মার্কা, নুর মোহাম্মদ (ন্যাশনাল পিপলস পার্টি) আম মার্কা, ও মনিরুজ্জামান খান ভাসানী ( বাংলাদেশ সুপ্রীম পার্টি) একতারা মার্কা ।
কুড়িগ্রাম-২ আসনে ৫জন প্রার্থী হলেন-পনির উদ্দিন আহমেদ (জাপা) প্রতিক লাঙ্গল, মোঃ আব্দুস ছালাম(ন্যাশনাল পিপলস পার্টি) আম প্রতিক, মোঃ আব্দুল কুদ্দুস মিয়া(বাংলাদেশ ওয়ার্কাস পার্টি) হাতুড়ী প্রতিক, মোঃ মকবুল হোসেন(বাংলাদেশ কংগ্রেস) ডাব প্রতিক ও মোঃ হামিদুল হক খন্দকার (স্বতন্ত্র-বিদ্রোহী আওয়ামীলীগ) ট্রাক প্রতিক।
কুড়িগ্রাম-৩ আসনের ৭জন প্রার্থী হলেন-ডা: আক্কাস আলী সরকার (স্বতন্ত্র) ট্রাক প্রতিক, সৌমেন্দ্র প্রসাদ পান্ডে (আ’লীগ) নৌকা প্রতিক, মোঃ আব্দুস সোবহান (জাপা) লাঙ্গল প্রতিক, মোঃ আব্দুল বাতেন(তৃণমুল বিএনপি) সোনালী আঁশ, মোঃ মোসাদ্দেকুল আলম (ন্যাশনাল পিপলস পার্টি) আম প্রতিক, মোঃ হাবিবুর রহমান ( কৃষক শ্রমিক জনতা লীগ) গামছা প্রতিক, মোঃ সাফিউর রহমান (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন) নোঙ্গর প্রতিক।
কুড়িগ্রাম-৪ আসনের ৯জন প্রার্থী হলেন-অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ (আ’লীগ) নৌকা প্রতিক, এ কে এম সাইফুর রহমান (জাপা) লাঙ্গল প্রতিক, মোঃ মজিবর রহমান বঙ্গবাসী (আ’লগ বিদ্রোহী-স্বতন্ত্র) ঈগল প্রতিক, মোঃ রুহুল আমিন (জেপি) বাইসাইকেল প্রতিক, মোঃ শহিদুল ইসলাম শালু (আ’লীগ বিদ্রোহী-স্বতন্ত্র) ট্রাক প্রতিক, অ্যাভোকেট মাছুম ইকবাল (আ’লীগ বিদ্রোহী-স্বতন্ত্র) কঁাচি প্রতিক, মোঃ আব্দুল হামিদ (বাংলাদেশ কংগ্রেস) ডাব প্রতিক, মোঃ আতিকুর রহমান খাঁন (তৃণমুল বিএনপি) সোনালী আঁশ প্রতিক,ও মোহাম্মদ আবু শামিম হাবীব (কৃষক শ্রমিক জনতালীগ) গামছা প্রতিক।
প্রতিবেদকঃ মোঃ শফিকুল ইসলাম
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।