মোঃ শফিকুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলাধীন ৬ নং উমর মজিদ ইউনিয়নে অবস্থিত রাজমাল্লীহাট সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসায়
অফিস সহকারী কাম-কম্পিউটার পদে নিয়োগ বাণিজ্য করতে না পেয়ে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি মিজানুর রহমানের নেতৃত্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে ঢুকে হুমকি ও ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ।
গত ২৮ মে মাদরাসা সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় গেটে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ মনসুর আলীর পথরোধ করে ১৫ লক্ষ দাবি করেন একই মাদরাসার নৈশ্য প্রহরী তাইজুল ইসলাম।ঐদিন অবসরপ্রাপ্ত শিক্ষক আবু বক্করসহ স্থানীয় ব্যক্তিবর্গ ভারপ্রাপ্ত অধ্যক্ষে উদ্ধার করেন বলে জানান একাধিক প্রত্যক্ষদর্শীরা। গত ২ এপ্রিল মাদরাসায় অফিস সহকারী কাম-কম্পিউটার পদে যোগদান করেন মো:আবু তালেব।
ঘটনাটি ঘটেছে গত ৩০ মে দুপুর সাড়ে ১২ ঘটিকায় রাজারহাট উপজেলার উমর মজিদ ইউপির ঘুমারুভীমশীতলা মৌজাস্থ রাজমাল্লীহাট সিদ্দিকীয়া ফাজিল মাদরাসায়।হামলা ও হুমকির ঘটনায় মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ মনসুর আলী বাদি হয়ে সাতজনকে আসামি করে রাজারহাট থানায় একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগ সুত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ ঘটিকায় বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে মাদরাসার অধ্যক্ষের অফিস কক্ষে ঢুকে আমাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে। বিবাদীগণকে নিষেধ করলে আমার উপর ক্ষিপ্ত হইয়া আমাকে মারপিট করতে উদ্যত হয় এবং আমার অফিস কক্ষের টেবিলে ঘুষি মারলে টেবিলের উপরে থাকা গ্লাস ভেঙে চুরমার হয়।
মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি ও উমর মজিদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসানুল কবীর আদিল ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এরকম জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি। উমর মজিদ ইউনিয়ন বিট কর্মকর্তা ও রাজারহাট থানার ডিউটি অফিসার এসআই মিজান অভিযোগ পত্র রিসিভ করে সাধারণ প্রোসেসে আমরা মুন্সি স্যারকে দেই।
কুড়িগ্রাম এডিসি সার্বিক ও রাজমাল্লীহাট সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো:মিনহাজুল ইসলাম বলেন,পরীক্ষার আগের দিন নিয়োগ নিয়ে বাণিজ্যের অভিযোগ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সঠিক প্রক্রিয়া অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়ার সম্পন্ন করা হয়।
লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগ প্রদান করা হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।