মোঃ আশিকুর সরকার (রাব্বি)–কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
আসছে উপজেলা পরিষদ নির্বাচনে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী উক্ত কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন নয়ন।
তিনি ইতিমধ্যেই নির্বাচনি মাঠে বিভিন্নো ইউনিয়ন,ওয়ার্ড ও জনমানুষের কাছে গিয়ে দোয়া ও সমর্থন চেয়েছেন। এবং দিন রাত য়ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই লোকটি। এবং তার নির্বাচনী মাঠে ও উক্ত উপজেলায় তিনি এরই মধ্যে জনগণকে নির্বাচনী তিনটি প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই প্রতিশ্রুতি সম্পর্কে উক্ত কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রাজু আহমেদ জানায়, তার নির্বাচনের প্রতিশ্রুতির মধ্যে এক নাম্বার প্রতিশ্রুতি হলো, নির্বাচনি প্রতিশ্রুতি নং:১”
কথা দিয়ে কথা রাখতে চাই
প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন করতে চাই”
আমার এই ক্ষুদ্র জীবনে যদি কখনো মানুষের সেবা করার সুযোগ পাই তাহলে প্রথমত আমি আমার চেয়ারটিতে সাধারণ মানুষকে বসিয়ে পাশের চেয়ারে আমি বসে তাদের সুখ দুঃখের গল্প শুনবো,পরামর্শ নিবো,অভিযোগ জানবো। সকল সমস্যা সহ তাদের মান-অভিমানের কথা শুনবো।
এবং রাজু আহমেদ বলে সাদ্দাম হোসেনের উক্ত উপজেলার জনগণকে দেয়া দুই নাম্বার প্রতিশ্রুতি হল।
“নির্বাচনী প্রতিশ্রুতি নং :২
প্রিয় উপজেলাবাসী ,
আপনারা যদি আমাকে উপজেলার দায়িত্ব দেন, আপনাদের সেবা করার সুযোগ দেন।
আমি দ্বিতীয় যে কাজ টি করবো- উপজেলা চেয়ারম্যানের উপহার পাওয়া পাজেরো গাড়ি টা আমার এলাকার অবহেলিত ,
অসহায় , মানুষের প্রিয় সন্তানের বিয়ে সাধী তে ব্যবহার করতে দিবো।
পাশাপাশি আমার নির্বচনীয় এলাকার মানুষের জন্য একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিবো(বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা) তারা পাবেন।
এরপর রাজু আহমেদ জানান, সাদ্দাম হোসেন নয়নের উক্ত উপজেলার জনগণকে দেয়া
“নির্বাচনী প্রতিশ্রুতি নং :৩
প্রিয় উপজেলাবাসী ,
আপনারা যদি আমাকে উপজেলার দায়িত্ব দেন, আপনাদের সেবা করার সুযোগ দেন।
আমি তৃতীয় যে কাজ টি করবো- বেকার সমস্যা দূরীকরণ।
কিভাবে করবো?
আমি দায়িত্ব পাওয়ার পর বিনা টাকায় (মোবাইল সার্ভিসিং, টিভি সার্ভিসিং, এসি সার্ভিসিং , ফ্রিজ সার্ভিসিং ,ওয়াসিং মেশিন সার্ভিসিং , সেলাই মেশিন প্রশিক্ষন সহ সকল প্রশিক্ষনের ব্যবস্থা করবো(বিনামূল্যে )।
তাদের কে বাস্তব জ্ঞান, দক্ষতা, যোগ্যতা সম্পূর্ক করার পর বিনা জামানতে মার্কেট তৈরী করে দোকানের ব্যবস্থা করে দিবো।
পাশাপাশি শিক্ষিত কম্পিউটার এক্সপার্ট, আউটসোর্সিং এক্সপার্ট, এক্সপার্ট মেন্টর দিয়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এর ব্যবস্থা করে দিবো।
“কথা দিয়ে কথা রাখতে চাই
প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন করতে চাই।
শেষে উক্ত কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ জানায় এবার সাদ্দাম হোসেন নয়ন উক্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান হলে এই কুড়িগ্রাম সদর উপজেলা একটি উন্নয়নশীল উপজেলা হিসেবে গরার চেষ্টা করবে। এবং শেষে সাদ্দাম হোসেন নয়নের জন্য সকলের কাছে দোয়া ও সামর্থন চান কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ।