শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

কুড়িগ্রামে ২২২ বোতল ইস্কাপসহ পিয়ন গ্রেফতার

ফুলবাড়িয়া, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
  • আপডেট সময় সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১৮০ বার পঠিত

 

ফুলবাড়ি(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পিয়ন মনোয়ার হোসেন মুন্না (২৭) কে ২২২ বোতল ইস্কাপ সিরাপসহ কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সদস্যরা হাতেনাতে গ্রেফতার করেছে। গ্রেফতার মুন্নাকে সোমবার সকালে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, রবিবার রাত ১১ টার দিকে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ- পরিদর্শক আব্দুর রহমানের নেতৃত্বে বিজিবিসহ একটি যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্নার বাড়ীতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মনোয়ার হোসেন মুন্না উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতাড়ী গ্রামের আবুল বাশারের ছেলে এবং বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী (পিয়ন)।

বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌরেন্দ্র চন্দ্র গোস্বামী জানান, মাদকসহ গ্রেফতার মুন্নাকে সাময়িক বরখাস্ত করা হবে।

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ- পরিদর্শক আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়ীতে অভিযান চালানো হয়েছে। এসময় বাড়ী ভিতর থেকে বস্তা ভর্তি ফেনসিডিল উদ্ধার করে আসামীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। পরে রবিবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে আসামীকে সোমবার সকালে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

নবিউল ইসলাম
ফুলবাড়ি, কুড়িগ্রাম
মোবাইলঃ ০১৭২৬৮২৫৭৮৬

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।