মোঃ শফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশের ঐতিহাসিক সনাতন ধর্মাবলম্বী মানুষদের তীর্থ স্থান কুড়িগ্রাম জেলার চিলমারীর ব্রম্মপুত্র গঙ্গা স্নান মহোৎসব চলছে নদীর তীরে লাখো সনাতন ধর্মাবলম্বী মানুষদের ভীড় তির্থ ভ্রমণের পুন্য ফলের আশায়।
জানা যায়,হিন্দু ধর্মালম্বী হাজার হাজার পুর্ণার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কুড়িগ্রামের চিলমারী নদী বন্দর এলাকাসহ ব্রম্মপুত্র নদের কয়েক কিলোমিটার এলাকা।
প্রতিবছরের মতো এবছরেও চৈত্র মাসের অষ্টমী তিথিতে মহাতীর্থ স্নানোৎসবে -ব্যাপক জনতার ঢল।হে লৌহিত্য আমার পাপ মোচন করো’ এ আশায় বাংলাদেশ ছাড়াও ভারত,নেপাল ও ভুটান থেকে হাজার হাজার পুর্ণাথী এই নদে স্নান করতে এসেছেন।স্নানের লগ্ন শুরু হওয়ার সাথে সাথেই পাপমোচন করে পুণ্যের আশায় ফুল, বেলপাতা, ধান, দুর্বা, ডাব ও আম্রপল্লব নিয়ে স্নান করছে।
নদীর দুই পাশে তিন কিলোমিটার এলাকা জুড়ে স্নান উৎসব কে ঘিরে বসেছে গ্রামীন মেলা।মেলায় নানান পসরার সাথে আছে বড় বড় মাছ।
উক্ত ব্রম্মপুত্রে সার্বিক নিরাপত্তার জন্য প্রশাসনের তৎপরতা রয়েছে।নিরাপদ ভাবে স্নান উৎসব সম্পাদনের জন্য জেলা প্রশাসন,চিলমারী উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাবসহ আইনশৃংখলাবাহিনী নিরাপত্তার ব্যাবস্হা নিয়েছে।প্রথমবারের মত অষ্টমির স্নান ২০২৩ উপলক্ষ্যে জেলা প্রশাসন এর সহযোগিতায় রংপুর থেকে একজন ডুবুরী চিলমারীতে স্ট্যান্ড বাই রয়েছেন।এছাড়াও কুড়িগ্রামের ধরলা ব্রীজ এলাকাতেও পুর্ণার্থীরা স্নানে অংশ নিচ্ছেন।অদ্য বুধবার রাত আটটায় এ স্নান উৎসব শেষ হবে বলে জানান মেলা কর্তৃপক্ষ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।