মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুয়া খেলার বোর্ড থেকে ১৮ জন খেলোয়াড়কে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। ভূরুঙ্গামারী থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানাগেছে, মঙ্গলবার (১৫ অক্টোবর ) দিবাগত রাত ১১ টায় উপজেলার সদরের কৃষি ব্যাংক সংলগ্ন ঠ্যালাগাড়ি সমবায় অফিসে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় নগদ ৪ হাজার ২৫০ টাকা সহ তাদেরকে আটক করে পুলিশ । আটক কৃতরা হলেন, রফিকুল ইসলাম(৩২), খোকন মিয়া (৩২), আলমগীর হোসেন (৫০), আরিফুল ইসলাম (৩৮), শরিফুজ্জামান সোহাগ (৩৬), শ্রী মিলন(৪৪), শফিকুল ইসলাম(৪২), খবিরুল ইসলাম (৪৫), ফজলুল হক (৩৮) ,আনোয়ার হোসেন(৪০),জাহিদদুল ইসলাম(৪০)তাজুল ইসলাম(৫৫), আলী হোসেন(৫৫),খবির উদ্দিন(৪২),শাহ আলমম(৪৫) মোফজ্জেল হোসেন (৩৩) ,মতিয়ার রহমান(৪৫) ও এনামুল হক(৩৫)।
ভূরুঙ্গামারী থানার ওসি জিল্লুর রহমান জানান, তারা প্রতিনিয়ত এই জুয়ার আসর করে এবং অনেক সময় হাঙ্গামা সৃষ্টির অভিযোগ ও আছে। পূর্বের তথ্য সূত্রে সেদিন অভিযান চালিয়ে তাদের গ্রেফতার পরবর্তী মামলা দায়ের করে আসামিদের কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।