মোঃ শফিকুল ইসলাম রংপুর বিভাগীয় প্রধানঃ
কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মা মেয়ে ২ জন নিহত এবং ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর ) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দরগামী ঘুণ্টিঘর নামক স্থানে ভূরুঙ্গামারী -সোনাহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ চান্দনীয়া গ্রামের মোহাম্মদ আলীর কন্যা মুন্নী আক্তার(২৫) ও তার স্ত্রী মোমেনা বেগম(৪৫) প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় অটোরিকশাটি যাত্রী নিয়ে ভুরুঙ্গামারীর দিকে যাইতেছিল। সোনাহাট স্থলবন্দরগামী ঘুণ্টিঘর স্থানে রাস্তায় ধান শুকাতে দেওয়ার ফলে এবং গাছের গুরি রাস্তার মাঝখানে রাখার কারণে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ঠ-২০৬৯৬৯) এর সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। অটোরিক্সার ভিতরে থাকা যাত্রীরা মারাত্মকভাবে আহত হয়। এসময় পথচারীরাঙ আহতদের উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্নি আক্তারকে মৃত ঘোষণা করে আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় রংপুর রেফার্ড করলে রংপুর যাওয়ার পথে মোমেনা বেগমের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।