মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী,চট্টগ্রাম থেকেঃ
কুতুবুল আলম আল্লামা শাহ জমির উদ্দিন রহঃ স্মৃতি ফাউন্ডেশন এর উদ্দ্যোগে ৭তম ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। ৯ মার্চ ( বৃহস্পতিবার) সকাল ১০ ঘটিকা হতে সাংগঠনিক সভাপতি মোহাম্মদ মহিউদ্দীন ও সদস্য মোহাম্মদ মোরশেদুল আলম এর সঞ্চালনালয়ে কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে শুরু মাহফিল শুরু হয়। পরে ধারাবাহিক ভাবে আলোচনা চলতে থাকে। এই উপলক্ষে কান্দিপাড়া রাস্তার মাথা সংলগ্ন ময়দানে
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ২নং ডাবুয়া ইউনিয়নে চেয়ারম্যান জনাব আবদুর রহমান চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা গাজী সানাউল্লাহ রহমানী সাহেব।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাহমুদ হাসান সাহেব শাইখুল হাদীস ও প্রধান মুফতি আল জামিয়া আল ইসলামিয়া আজিজুল উলুম বাবু নগর মাদাসা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ আজিজুল হক আল মাদানী মহা পরিচালক চট্টগ্রাম দারুল হেদায়া মাদ্রাসা, বিশেষ বৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা আবুল হাশেম সাহেব, খতিব রাঙ্গামাটি কোর্ট শাহী জামে মসজিদ, হযরত মাওলানা আবু জাফর সাহেব সিনিয়র মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদরাসা,
হযরত মাওলানা জোবাইর সাহেব,সিনিয়র মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া এমদাদুল ইসলাম মাদ্রাসা, হযরত মাওলানা ক্বারী শহিদুল্লাহ সাহেব, নির্বাহী পরিচালক আরবীয়া ফয়জুল উলুম কান্দিপাড়া মাদ্রাসা, হযরত মাওলানা মাহমুদ ইজহার সাহেব, সিনিয়র শিক্ষক আদিব বিভাগ আল জামিন আল ইসলামিয়া আজিজুল উলুম বাবু নগর মাদ্রাসা
হযরত মাওলানা আইয়ুব সাহেব, উক্ত সম্মেলন চলাকালীন এর পাশাপাশি কুতুবুল আলম আল্লামা শাহ জমির উদ্দিন (রহঃ) স্মৃতি ফাউন্ডেশন এর পক্ষ থেকে হিফয সম্পন্ন কারী হাফেজ দের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয় এবং কুরুনা মহামারী ভাইরাস চলাকালীন মৃত ব্যাক্তিদের কাফন দাফন কাজে মানবিক আবদান রাখায় রাউজানের পাঁচজন মানবতাবাদী ভাইদের মাঝে ক্রেস প্রধান করা হয়। পরে দোয়া ও মুনাজাতের মধ্যে মাহফিল শেষ হয়।