আব্দুল্লাহ আল মামুন,আন্তর্জাতিক প্রতিবেদক:
কুয়েতে সড়ক দুর্ঘটনায় আলমগীর কাজী (৩০) নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত আলমগীর কাজী মাদারিপুর জেলার সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সরদার কান্দি গ্রামের হাসেম কাজীর সন্তান।
সূত্রে জানা যায়, আলমগীর কাজী কুয়েতের একটি কোম্পানীর মাইক্রো বাস চালাতেন। গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) কুয়েতের স্থানীয় সময় সন্ধ্যায় আব্দালী এলাকায় শ্রমিক নিয়ে আসার সময় অন্য একটি গাড়ির সাথে স্বজোরে ধাক্কা লাগলে মর্মান্তিক দুর্ঘটনার সৃষ্টি হয়।উক্ত সময় দুর্ঘটনারস্থলেই আলমগীর কাজীর মৃত্যু হয়।
দীর্ঘ ১৫ বছর যাবত আলমগীর কাজী কুয়েতে কর্মরত ছিলেন। করোনার পূর্বে বাংলাদেশ থেকে ছুটি কাটিয়ে আসেন,এসে আর দেশে যাওয়া হয়নি।
এদিকে নিহত আলমগীর কাজীর মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র সন্তানকে হারিয়ে শোকের মাতম করছে পিতা।
অপরদিকে নিহত আলমগীর কাজীর মরদেহ ফরওয়ানিয়া হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে।প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের পরে মৃতদেহ বাংলাদেশে পাঠানো হবে বলে জানা যায় l