সজল রায়, কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসায় সরকারি ভর্তুকিমূল্যে কৃষকের মাঝে সিডার মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এই সিডার মেশিনগুলো বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরের উন্নয়ন সহায়তার লক্ষ্যে সরকারি ৫০ পার্সেন্ট ভর্তুকিমূল্যে উপজেলার কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাসের সভাপতিত্বে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) সেলিম রেজা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা সহ সুফলভোগীরা।
এ সময় সভাপতি বক্তব্য প্রদান কালে ইউএনও রিপন বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় কৃষিকে অগ্রাধিকার দিয়ে থাকেন। জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এই চাহিদা মেটানোর জন্য যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদ বৃদ্ধি পেয়েছে। সরকার কৃষকদের কথা চিন্তা করে ৫০% ভর্তুকি মূল্যে এই সিডার মেশিনগুলো দিয়েছে। এছাড়াও সরকার সার, কীটনাশকসহ কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি দিয়ে যাচ্ছে। এই সিডার মেশিন দিয়ে পাট, গম, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন ফসলের বীজ বপণ ও চাষ করা যাবে। কৃষকদের চাষাবাদের সুবিধার জন্য সরকার আগামীতে আরও বেশী পরিমাণে কৃষি যন্ত্রপাতি প্রদান করবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।