বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুসের সাথে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন: ৩ আসামির প্রত্যেককে ৫ বছরের কারাদণ্ড হলিউডের Rags to Riches মু‌ভি‌তে মুন্সীগ‌ঞ্জের আর পি রুবেল জিয়া নাগরিক ফোরাম (জিনাক) এর মুন্সীগঞ্জ জেলা সভাপতি হাসেম  জুলাই বিপ্লবের অন্যতম কারিগর জাজাকাল্লাহ সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ  মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের উদ্যোগে  বনভোজন  অনুষ্ঠিত । ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মুন্সীগঞ্জ আইনজীবী সহকারীদের মানববন্ধন  মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা চরকেওয়ারে‎ শ্রীনগর থানা পরিদর্শনে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা  জানিয়েছেন সাইদুর রহমান ফকির । মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত

কৃষকদের ভাগ্যন্নোয়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই-প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য 

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২৩৪ বার পঠিত

উত্তম চক্রবর্তী,মণিরামপুরঃ

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, সরকার কৃষিক্ষেত্রে উন্নয়ন ও কৃষকদের ভাগ্যন্নোয়নে কাজ করে চলেছেন। জননেত্রী শেখ হাসিনা সরকারের কৃষিক্ষেত্রের উন্নয়নের কোন বিকল্প নেই। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছিল। আর শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সারসহ কৃষকদের সহায়তায় হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে আসছে। দেশের অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতিসহ সামগ্রিক অগ্রযাত্রার দৃষ্টান্ত স্থাপন করেছে। কিন্তু স্বাধীনতা বিরোধী সম্প্রদায় ও গণতন্ত্র বিরোধী একটি চক্র আবারও নানাভাবে মাথাচড়া দিয়ে ষড়যন্ত্র করছে। এ চক্র থেকে আমাদের সজাগ থেকে মোকাবেলার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সরকারের ২০৪১ সালের ভিশন বাস্তবায়নে আবারও নৌকায় ভোট দেয়ার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করতে হবে। প্রতিমন্ত্রী শুক্রবার বিকালে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের নেংগুড়াহাট ফাযিল মাদ্রাসার হলরুমে চালুয়াহাটি ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে ইউনিয়ন কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনের পরিচিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মাষ্টার আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমদুল হাসান। সাবেক ছাত্রলীগ আহবায়ক রাজু আহম্মেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তরুণ আওয়ামীলীগনেতা অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, উপজেলা যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মণিরামপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এস.এম নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, আলমগীর কবীর লিটন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আমির আলী খা, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনি, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর আজিম উদ্দিন, সুমন দাস, উপজেলা যুবলীগ নেতা ইয়াহিয়া রাজু, গাজী আসাদসহ স্থানীয় আওয়ামীলীগ, কৃষকলীগ ও দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের সর্ব সম্মতিক্রমে নিতাই চন্দ্র পাল সভাপতি ও রাজু আহম্মেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।