কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ইবাদুল গাজীর পুত্র শফিকুল ইসলামের বাড়িতে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
লুটের ঘটনায় আহত হয়েছেন বাড়ির মালিক শফিকুল ইসলাম ও তার স্ত্রী সুমাইয়া পারভীন কালিগঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
শফিকুল ইসলাম জানান সোমবার(২৪ এপ্রিল)রাত্র ৮টার দিকে তার স্ত্রী ও সে বাড়িতে অবস্থান করছিলেন। আকষ্মিক ভাবে নজরুল ইসলাম এর পুত্র মাসুম(২১) আলম গাজীর পুত্র আশরাফুল ইসলাম(২০) ও আরিফুল ইসলাম (১৯)বাড়িতে ঢুকে বাড়িটির মেইন দরজা বন্ধ করে তালা লাগিয়ে দেয় কিছু বুঝে উঠার আগেই সফিকুল ও তার স্ত্রীর উপর আঘাত করতে থাকে এবং তার ঘরে ঢুকে তার কাছে রক্ষিত ১ লক্ষ ৫০ হাজার টাকা ও তার স্ত্রী সুমাইয়ার স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। সফিকুল ও তার স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলেও ততক্ষনে দুষ্কৃতিকারি নিরাপদ স্থানে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটানায় সফিকুল ইসলামের ভাই হাবিবুর রহমান বাদি হয়ে কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে বলে যানা যায়।