গত ৫ আগস্ট সরকার পতনের পর,কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মুন্সিগঞ্জে জেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সাথে আলোচনা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে সদর উপজেলার সুপার মার্কেট এলাকায় জেলা বিএনপির স্থায়ী কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, ড.আসাদুজ্জামান রিপন। অনুষ্ঠানের শুরুতেই দেশজুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণ করেন বিএনপি নেতা কর্মীরা।
পরে দেশজুড়ে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা ও গণহত্যার সমালোচনা করে,অনুষ্ঠানে প্রধান বক্তা বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব,খায়রুল কবির খোকন। এ সময় বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময় নানা অপ তৎপরতা চালিয়েছিল বলে অভিযোগ করেন তিনি। পরে নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
এছাড়া এতে আরও বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক,সাইদুল রহমান বাবুল,সহ-সাংগঠনিক সম্পাদক, বেনজির আহমেদ টিটু সহ জেলা বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশজুড়ে গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ নেতা কর্মীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান সকলে। এছাড়া শীঘ্রই দেশে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহন মূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন বিএনপি নেতা কর্মীরা।
এর আগে দলীয় বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে একে একে মিছিল নিয়ে এসে কর্মীসভায় যোগদেন তৃণমূল নেতাকর্মীরা,এ সময় বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সুপারমার্কেট গোল চত্বর এলাকা।