নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্যপদ পেয়েছেন সুন্দরবন ঘেষা সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগরের সন্তান গাজী হোসেন মাসুদ। বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এ চিঠিতে তাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদে মনোনীত করা হয়। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
গাজী হোসেন মাসুদ গোবিন্দপুর এ, এইচ স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি এবং খুলনা বিএল কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। স্কুল জীবনে পরিবারের বড় ভাইদের হাত ধরে ছাত্রলীগের রাজনীতিতে অংশগ্রহণ করেন। তিনি স্কুল জীবন থেকেই ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। রাজনীতিতেও ছিলেন সক্রিয় একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।
তার পিতামহ প্রয়াত আলহাজ্ব গাজী আব্দুল মালেক ‘৭১ এ রণাঙ্গন কালীন বিভিন্ন ভাবে মুক্তিযোদ্ধাদের কে সাহায্য ও সহযোগিতা করেছিলেন। তার বড় চাচা একজন বীরমুক্তিযোদ্ধা। যুদ্ধাহত অনেক মুক্তিযোদ্ধাদের কে সহযোগিতা করে আসছেন।
গাজী হোসেন মাসুদের পরিবার ঐতিহ্যবাহী আওয়ামীলীগ পরিবার। কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন সময় থেকে ঔতপ্রোতভাবে জড়িত।
গাজী হোসেন মাসুদ জানান, পরিবারের রাজনৈতিক আদর্শ বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করেছে। স্কুলজীবনে বড়ভাইদের সাথে মিছিল, মিটিংয়ে যেতাম। পরিবার থেকে বঙ্গবন্ধুর আদর্শ লালন করতে শিখেছি। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে, দেশগড়ার প্রত্যয়ে বিশ্ব শান্তির অগ্রদূত দেশরত্ন শেখ হাসিনা’র আদর্শিক ভ্যানগার্ড হিসেবে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সর্বাত্মক অংশগ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই।