এম, টি, রহমান মাহমুদ, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার কান্দী ইউনিয়নে ১নং ওয়ার্ড গৌতমেরাবাদ গ্রামের সুদেব বাড়ৈইর বিরুদ্ধে ওয়ারিশ সার্টিফিকেটের জ্বালিয়াতি ও বিক্রি করা জমির মিউটেশনের কথা উঠেছে। এই বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়েছে।
কিছুদিন আগে কান্দী ইউনিয়নের হরিচাঁদ বাড়ৈই (৫৫) পিং মৃত হারান বাড়ৈই তার ক্রয়কৃত জমি মিউটেশন করার জন্য কোটালীপাড়া ভূমি অফিসে যায়। ভূমি অফিসে মিউটেশনের জন্য কাগজ পেশ করলে দেখতে পায় তার ক্রয় কৃত জমির মিউটেশন হয়ে গিয়েছে। খোঁজ নিয়ে জানতে পারেন যাহারা তার কাছে জমি বিক্রি করেছে তাদেরই এক ভাই সুদেব বাড়ৈই ১নং ওয়ার্ডের ভোটার হয়ে ৩ নং ওয়ার্ড থেকে তিন ভাই থাকা সত্ত্বেও একক ওয়ারিশ সার্টিফিকেট দিয়ে মিউটেশন করেছে।
ক্রয়কৃত জমির মালিক হরিচাঁদ বাড়ৈই বলেন উপেন্দ্র চন্দ্র বাড়ৈই এর তিন ছেলের কাছ থেকে এই জমি ক্রয় করেছি। সেই জমি সুদেপ বাড়ৈই কেন মিউটেশন করেছে?এবং ১ নং ওয়ার্ডের ভোটার হয়ে কিভাবে ৩নং ওয়ার্ড থেকে তিন
ভাই থাকা সত্বেও একক ওয়ারিশ সার্টিফিকেট পেল?সঠিক বিচার পাওয়ার জন্য চেয়ারম্যান, মেম্বার ও মুুরাব্বীদের দুয়ারে দুয়ারে ঘুরছি কিন্তু বিচার পাচ্ছিনা।
সুদেবের কাছে জানতে চাইলে সুদেব কোন উত্তর দিতে রাজি হয়নি।
৩ নং ওয়ার্ড মেম্বার রঞ্জিত মল্লিক বলেন কিভাবে ওয়ারিশ সার্টিফিকেট পেয়েছে আমরা জানিনা। আমরা দেখতেছি এ বিষয়টি নিয়ে কি করা যায়। এই বলে এড়িয়ে যান।
১নং ওয়ার্ড মেম্বার রিপন হাওলাদার বলেন ১ নং ওয়ার্ডের ভোটার হয়ে ৩নং ওয়ার্ডের ওয়ারিশ সার্টিফিকেট কিভাবে পেল আমি জানিনা এবং বিক্রি করা জমি নিজ নামে মিউটেশন করল বিষয়টি দুঃখজনক।
কান্দী ইউনিয়নের চেয়ারম্যান তুষার মধুর কাছে মুঠোফোনে জানতে চাইলে, তিনি বলেন আমরা কেউ ওয়ারিশ সার্টিফিকেট দেইনি। তাহলে বিষয়টির কোন পদক্ষেপ নিচ্ছেন না কেন..? এ প্রশ্নর কোন উত্তর দেয়নি ইউপি চেয়ারম্যান তুষার মধু। ভুক্তভোগী প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।