বিপিএলের নবম আসরের ফাইনাল নিশ্চিত করে ফেলল সিলেট স্ট্রাইকার্স। ১৬ ফেব্রুয়ারি তারা মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। এই প্রথম সিলেট উঠল বিপিএলের ফাইনালে।
আর এই অর্জনের পেছনে অন্যতম কারিগর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিপিএলের ৯ আসর এই নিয়ে পঞ্চমবার ফাইনালে পা রাখলেন ম্যাশ। আগের চারবারই তিনি উঁচিয়ে ধরেছেন ট্রফি। তাহলে কি মাশরাফি কোনো জাদু জানেন?
রংপুর রাইডার্সের বিপক্ষে ১৯ রানে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে কোনো ম্যাজিকের কথা উড়িয়ে দেন। তিনি বলেন, 'কোনো ম্যাজিক না, সবই আল্লাহর রহমত ভাই। হারিনি বলে যে হারব না তা না, আবার হেরে যাব সেজন্য নামব না। তো আমার মনে হয়, যা হয়েছে পিছনে তা আর স্মরণ করে লাভ নাই। পরশু আমাদের একটা ফাইনাল আছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যদিও কুমিল্লা টিম এই টুর্নামেন্টে যে কারও থেকে অনেক অনেক ভালো।'
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।