মোঃ সবুজ খান, মির্জাপুর টাঙ্গাইলঃ
মাদক কে না বলি মাদক মুক্ত সুন্দর জীবন গড়ি এ-ই স্লোগানকে ধারণ করে টাংগাইল জেলা মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী মসদই গ্রামে কোমল মতি শিশুদের টি টেন শর্ট পিছ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে।মসদই মধ্যপাড়া শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে ২০২৪।
উক্ত খেলায় অংশগ্রহণ করেন মাহিন সিক্সার্স, রাফসান রয়েলস ও তামজীদ কিংস,। খেলাটি পয়েন্ট টেবিলে অনুষ্ঠিত হয়, মাহি সিক্সার্স ও তামজিদ কিংস উভয় দল রাফসান রয়েলস কে হারিয়ে ফাইনালে উঠে। জমজমাট ও হাড্ডাহাড্ডি খেলায় শেষ হয় পয়েন্ট টেবিলের খেলা। ফাইনাল খেলার সময় এখনো নির্ধারণ করা হয় নাই তবে জমজমাট আয়োজন থাকবে ফাইনালে।