কামরুজ্জামান শিমুল,বাগেরহাট প্রতিনিধি:
বোয়েসেলের মাধ্যমে মাত্র ৮৫ হাজার টাকায় শ্রম দিতে যেতে পারবেন দক্ষিণ কোরিয়ায়। যেখানে বর্তমানে সর্বনিম্ন বেতন রয়েছে বাংলাদেশী টাকায় দুই লাখ। যেখানে ওভারটাইম করলে আপনার বেতন ৩ লাখ হতে পারে। দক্ষিণ কোরিয়ায় যেতে হলে আপনাকে অতিক্রম করতে হবে বেশ কয়েকটি ধাপ। রয়েছে স্কিল টেস্ট, স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ক্লিয়ারেন্স। তবে সর্বপ্রথম যে ধাপটি আপনাকে অতিক্রম করতে হবে সেটা হল কোরিয়ান ভাষা পরীক্ষা।
আর এই ভাষা সহজ ও সাবলীল ভাবে শেখার জন্য উন্মুক্ত করা হয়েছে “মা” কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার। শনিবার সন্ধ্যা সাতটায় বাগেরহাট জেলা শহরের বারাকপুর বাজারে সুন্দরবন রিসোর্ট ও পার্কের সামনে শেখ মার্কেটে এই ল্যাঙ্গুয়েজ সেন্টার উন্মুক্ত করা হয়। অভিজ্ঞ শিক্ষক মন্ডলীদ্বারা পরিচালিত হবে এই ল্যাঙ্গুয়েজ সেন্টার। তাছাড়া কোরিয়ায় যাওয়ার ব্যাপারে গমনিচ্ছুদের সর্বাত্মক সহযোগিতাও করা হবে এই ল্যাঙ্গুয়েজ সেন্টারের মাধ্যমে বলে জানান প্রতিষ্ঠানের পরিচালক শেখ নুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, বারাকপুর বাজার মৎস্য আড়তের সভাপতি মোঃ জাকির হোসেন, স্থানীয় ইউপি সদস্য হাওলাদার আসাদুজ্জামান রিপন, মোজাম শেখ, এস এম মহসিন মুক্ত, ইসমাইল হাওলাদার, দক্ষিণ কোরিয়া প্রবাসী মোয়াজ্জেম হোসেন ছোট, হাওলাদার মাহমুদ আলী, শেখ মানসুর আলী, মুজিবুর রহমান, ইকবাল হোসেন, পলাশ হাওলাদার, আলমগীর হোসেন, আরিফ শেখ, প্রতিষ্ঠানের পরিচালক মাহমুদুল হাসান, ইমন শেখ সহ অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাজার মসজিদের খতিব মাওলানা হেদায়েত আলী জিহাদি।