আলী আজীম, মোংলা (বাগেরহাট)
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী থেকে ৬ কেজি গাঁজা জব্দ করেছে কোস্টগার্ড।
সোমবার (২৪ জুলাই) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন বিসিজি স্টেশন কৈখালীর সদস্যরা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের কয়ালপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় দুই জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাদের থামার সংকেত দেয়া হয়।
এসময় সন্দেহজনক ব্যক্তিরা কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত ওই স্থান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা ওই স্থানে তল্লাশী চালিয়ে ঝোঁপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১টি বাজারের ব্যাগে পলি দিয়ে মোড়ানো ছয় কেজি গাঁজা জব্দ করে।
তিনি আরও বলেন, জব্দকৃত গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।