স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের নান্দাইলে ক্যান্সার অক্রান্ত অসহায় কলি রাণী সরকারকে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলার ১১ নং খারুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এবং যুবদল নেতা হাসান মাহমুদ বাবুলের সার্বিক তত্তাবধানে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।
শনিবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার ১১ নং খারুয়া ইউনিয়নের মাটিকাটা গ্রামে ক্যান্সার অক্রান্ত কলি রাণী সরকারের স্বামী শ্রী সুকন চন্দ্র সরকারের হাতে ৫০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়েছে।
খারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওয়ালিউল্লাহর সভাপতিত্বে এবং যুবদল নেতা-ফজলুল হকের সঞ্চালনায়
এসময় উপস্থিত ছিলেন,নান্দাইল উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো.জিয়াউদ্দিন শাহিন,থানা কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মন্ডলির সভাপতি মেজবাহ উদ্দিন,ইউপি সদস্য আশিকুজ্জামান রিপুল,ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক জালাল উদ্দিন ভুইয়া,মোফাজ্জল হোসেন, বিএনপি নেতা এডভোকেট আজিজুল হক,শফিকুল ইসলাম,মহর আলী ফকির, আবুল গনি,ওমর ফারুক,যুবদল নেতা শরীফ ভুইয়া,সোহাগ হোসাইন প্রমুখ।
ক্যান্সার অক্রান্ত কলি রাণী সরকারের স্বামী শ্রী সুকন চন্দ্র সরকার বলেন,আমার অসুস্থ স্ত্রীর পাশে আজ বিএনপি দাঁড়িয়েছে। এইজন্য আমি তাদের নিকট কৃতজ্ঞ।
সভাপতি মো.ওয়ালিউল্লাহ বলেন, মানবতার সেবায় নিয়োজিত করতেই আজ বিএনপির এই মানবিক উদ্যোগ। ক্যান্সার অক্রান্ত অসহায় কলি রাণী সরকারকে আমরা সামান্য আর্থিক সহায়তা প্রদান করেছি।এইজন্য আল্লাহর নিকট আমরা শোকরিয়া আদায় করছি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।