মোঃ সবুজ খান, মির্জাপুর টাঙ্গাইলঃ
খাগুটিয়া সবুজ সংঘের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে । উক্ত খেলা অংশ নেন সভাপতি রাসেল একাদশ বনাম পিচ্চি সোহেল একাদশ।
উক্ত খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক-মির্জা সোহেল ও লুৎফর রহমান।
সার্বিক তত্ত্বাবধানে -ক্লাবের সহ-সভাপতি মো:রবিন হোসেন ও
সাধারণ সম্পাদক-আশিকুর রহমান রাব্বি।খেলাটি
পরিচালনা করেন মো: রাজিব মিয়া। অতিথির মধ্যে বক্তব্য রাখেন মির্জা সোহেল।
তিনি সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে বলেন খেলাধূলা শিক্ষারই একটি অংশ , গ্রামের যুবকরা বিকেল বেলায় খেলা ধুলায় মন থাকলে মন ভাল এবং সকলের শিক্ষার দিকে নজর থাকে। ছেলেরা খেলাধুলা বিনোদন থাকলে কোন ছেলে আজেবাজে নেশায় জড়িত হতে পারে না। তাই আমি সবসময়ই বলি মাদক কে না বলি মাদক মুক্ত সমাজ গড়ি। গ্রামে খেলাধূলার জন্য কোন মাঠ নেই ভবিষ্যতে সকলের সম্মেলিত প্রচেষ্টায় একটি খেলার মাঠ করার পরিকল্পনা রয়েছে আরও বলেন দু দলই খুব সুন্দর খেলেছেন ভবিষ্যতে আরও ভাল খেলা উপহার দিবেন এ বলে সকলকেই ধন্যবাদ ও শুভেচ্ছা জানান এবং পরিশেষে পুরুস্কার তোলে দিয়ে শেষ করেন। উক্ত খেলায় পিচ্চি সোহেল জয়লাভ করেন। খেলার মাঠে খাগুটিয়া গ্রামের মুরুব্বিগণ উপস্থিত ছিলেন।