প্রশান্ত বিশ্বাস( যশোর)
যশোর বাঘারপাড়া থানাধীন খাজুরা বাজারে গভীর রাতে রুলি ফার্নিচার নামক দোকানে শর্ট সার্কিট থেকে আগুন লেগে পার্শ্ববর্তী নাজিম টি স্টোর এবং কামরুল বীজ ভাণ্ডার এণ্ড নার্সারি নামক দোকানে আগুন ছড়িয়ে পড়ে ।
শুক্রবার ( ১০ ফেব্রুয়ারী) দিবাগত রাত অনুমান ০৩.০০ ঘটিকায় প্রথমে বাজারের নৈশপ্রহরী৷ আগুন দেখে খাজুরা পুলিশ ক্যাম্প এবং ৯৯৯ এ কল দিলে দ্রুত বাঘারপাড়া ফায়ার সার্ভিস ঘটনা স্থানে পৌঁছে যায় । বাজারের মসজিদে মাইকিং করলে স্থানীয় লোকজন এবং বাজারের ব্যবসায়ীরা এসে আগুন নেভানোর কাজে সহযোগীতা করে। খাজুরা বাজারে রাত্রিকালীন পুলিশ টহল টিম এবং খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক অভিজিৎ সিংহ রায় বিষয়টি নিশ্চিত করে।
আইসি,টু-আইসি সহ অতিরিক্ত পুলিশ তাৎক্ষণিক৷ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজে অগ্রণী ভুমিকা পালন করে।
অগ্নিকাণ্ডে রুলি ফার্নিচার এর দোকানে ১৫,০০,০০০ টাকা, নাজিম টি স্টোর ৫০,০০০ টাকা এবং কামরুল বীজ ভাণ্ডার এণ্ড নার্সারি নামক দোকানে ২,০০,০০০ টাকা সর্বমোট অনুমান ১৭,৫০,০০০ টাকার সমপরিমান ক্ষতি হয়েছে মর্মে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এলাকার অবস্থা স্বাভাবিক আছে। রুলি ফার্নিচার মালিক লিটন বলেন”আমি অনেক ভালো ছিলাম মানুষের তা সহ্য হয়নি তাই আমার কাঠ ফার্নিচারের দোকানে রাতের অন্ধকারে কে বা কার আগুন দিয়ে তৈরি করা ফার্নিচার সহ সাইজ কাঠ তৈরি মেশিন সহ সবকিছু পুড়িয়ে ছায় করে দিছে।