খানজাহান আলী থানা প্রতিনিধিঃ
নগরীর খানজাহান আলী থানাধিন শিরোমণি এলাকায় সম্প্রতি চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিনের ব্যবধানে একাধিক চুরির খবর পাওযা গেছে। শিরোমণি উত্তরপাড়া বাইপাসে মুদি দোকানের চালের টিন খুলে দোকানের ভিতরে প্রবেশ করে নগদ অর্থসহ প্রায় ৭০/৮০ হাজার টাকার মালামাল চুরি হয়, একই এলাকার শেখ আছাবুর রহমানের গোয়ালঘর থেকে দুটি গরু চুরির খবর পাওয়াগেছে। এছাড়া শিরোমণি উত্তরপাড়ার মো. বাকী বিল্লাহ এর বাড়ী থেকে মটর চুরি. প্রতিবন্ধী আতাউর রহমানের দোকান চুরির খবর পাওয়া গেছে। একের পর এক চুরির ঘটনায় এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছে। ভুক্তভোগী আমিরুল ইসলাম জানায়, শিরোমণি উত্তরপাড়ার বাইপাসের তার মুদি দোকানে গত ৮ নভেম্বর চুরির ঘটনা ঘটে। দোকানের চালের একটি সিমেন্টের টিনের স্ক্রু খুলে সংঘবন্ধ চোর দোকানের মধ্যে প্রবেশ করে নগদ টাকা সহ প্রায় ৭০/৮০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। বিষয়টি খানজাহান আলী থানায় অবহিত করা হয়েছে। শিরোমণি উত্তরপাড়ার মোহাম্মাদ বাকী বিল্লাহ জানায়, গত ১১ নভেম্বর আমার ঘরের দরজা বাইরে থেকে তালা দিয়ে একটি পানির পাম্প মটর এবং আমাদের ব্যবহারিক কিছু কাপুড়-চোপড় কে বা কারা চুরি করে নিয়ে যায়। শিরোমণি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের শেখ আছাবুর রহমান জানায়, গত ৩ নভেম্বর রাতে তার গোয়ালঘর থেকে রাত সাড়ে ১২টার পর দুটি গরু চুরি করে নিয়ে যায়। সকালে গোয়ালঘরে গরু বের করতে গিয়ে দেখি গোয়ালঘরে থাকা পাঁচ মাসের এক্িট গাভীন গরু এবং একটি বকনা গরু কে বা কারা চুরি করে নিয়ে গেছে। গরু দুটির আনুমানিক মূল্য প্রায় ১লক্ষ ৮০ হাজার টাকা। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। শিরোমণি উত্তরপাড়ার প্রতিবন্ধী আতাউর রহমান জানায়, আমি প্রতিবন্ধী হওয়ায় ভ্রাম্যমান ছোট্ট একটি কাঠের দোকান দিয়ে আমি সংসার চালাই। কে বা কারা গত কয়েক দিনে দুইবার দোকানের পিছনের কাঠ ভেঙ্গে ক্যাশে থাকা টাকা এবং সিগারেট চুরি করে নিয়ে যায়। হঠাৎ করে খানজাহান আলী থানা এলাকার শিরোমণি উত্তরপাড়ায় চুরির উপদ্রব বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। এলাকাবাসী চোরের উপদ্রব বন্দে পুলিশি টহল জোরদারের দাবী জানিয়েছেন।