মোঃ সবুজ খান,মির্জাপুর টাঙ্গাইলঃ
খালেদ খান যুবরাজ একুশে পদক পাওয়া (মরণোত্তর) তার সৃতিচারণ মনে রাখার জন্য
ইতিমধ্যেই খেলার ফিক চার আনুষ্ঠানিক ভাবে বিতরণ শুরু করা হয়েছে।
মসদইবাসীকে আরো একটি সেরা আয়োজন উপহার দিতে চান বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুল ইসলাম কবির। মসদই মানে নতুনত্ব, মসদই মানে নতুন আগমনী বার্তা, মসদই মানে নতুন রুপকার এর আলপনা, মসদই মানে আগুনঝরা বীরের একদল, মসদই মানে নবীনদের আগমন, মসদই মানে প্রবীণের ডাকের আহ্বান, মসদই যুবকের ঐক্যের টান, আবার আসিবে ফিরে নতুন দিগন্তের আলোর দিশা হয়ে। মসদইবাসী ও মসদই যুবসমাজকে সাথে নিয়ে এবার ফুটবল খেলা নিয়ে সেরা আয়োজন উপহার দিতে চান মনিরুল ইসলাম কবির। কবির বলেন ফুটবল খেলা হারিয়ে যাচ্ছে আমাদের গ্রাম থেকে আমাদের মসদই গ্রামের ঐতিহ্য ফিরিয়ে আনতে এ-ই আয়োজন করতে চাই। আমাদের মসদই গ্রামের একসময় ফুটবলের গ্রাম নামে পরিচিত ছিল। সেই ধারা বাহিকতা ফিরিয়ে আনতে হবে। খালেদ খান ফুটবল টুনামেন্ট হবে বিগবাজেটের খেলা আয়োজন হবে। তিনি বলেন এখানে হয়তো উপস্থিত থাকতে পারে বিশিষ্ট টিভি নাট্যকার, চলচ্চিত্র অভিনেতারা এম পি মন্ত্রী উপস্থিত থাকতে পারে। খালেদ খান যুবরাজ ছিলেন বিশিষ্ট টিভি মঞ্চ চলচ্চিত্র অভিনেতা ও একুশে পদক পাওয়া ব্যক্তিত্ব। তাকে স্মরণ করা তার প্রতি তাঁর পরিবারের সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাই।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।