মোঃ সবুজ খান মির্জাপুর টাঙ্গাইলঃ
বিশিষ্ট টিভি নাট্যকার খালেদ খান স্মৃতি ফুটবল টুনামেন্ট কোয়ালিফাই সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায়
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন খান সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, যমুনা ব্যাংক লিঃ হেড অফিস গুলশান ঢাকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মহর আলী খান সমাজ সেবক। সভাপতিত্ব করেন নাসির উল্লা খান সাবেক ফুটবলার। প্রধান পৃষ্ঠপোষক মনিরুল ইসলাম কবির সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় সদস্য। আরো উপস্থিত ছিলেন উয়াশী ইউনিয়ন পরিষদের সদস্য টিপু সুলতান খান। সাবেক ফুটবলার সবুর লস্কর, মিজানুর রহমান খান সমাজ সেবক, আওলাদ হোসেন খান সাবেক ফুটবলার, সাহাববুদিন,খোরশেদ, বীর মুক্তিযোদ্ধা আঃ আউয়াল খান,স্বাধীন খান, সাঈদুর রহমান লস্কর, সাপলু, কাওসার,সাওন কাজী, উক্ত ২য় কোয়ালিফাই ম্যাচে অংশ নেন বালিয়া একাদশ বনাম নাগরপুর নজরুল সেনা। উক্ত খেলায় বালিয়া একাদশ ৩/৪ ট্রাইবেকারে নাগরপুর নজরুল সেনাকে পরাজিত করে সেমিফাইনালে উঠে।