কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে প্রথমবারের মত স্বাধীনতার ৫২ বছর পূর্তি উপলক্ষে স্বাধীনতা উৎসব, গুণিজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউনিয়ন আ'লীগের সহ-সভাপতি শেখ বশির আহমদ হেলালীকে আহবায়ক ও উপদেষ্টা মাষ্টার রেজাউল করিম রেজুকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট (আংশিক) স্বাধীনতা উৎসব উদযাপন পরিষদ কমিটি গঠন করা হয়।
এছাড়াও সাবেক ছাত্র নেতা, ইউনিয়ন আ'লীগ সহ-সভাপতি এম. বেলাল আজাদ, সহ-সভাপতি সাঈদ মুহাম্মদ শাহজালাল, শফিকুর রহমান শফি মেম্বারকে যুগ্ম আহবায়ক ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আয়াজ, প্রচার সম্পাদক শামসুল আলমকে সদস্য নির্বাচিত করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন মিলনায়তনে সাবেক ছাত্র নেতা এম বেলাল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সহ-সভাপতি সাঈদ মুহাম্মদ শাহজালালের সঞ্চালনায় প্রস্তুতি সভায় সহ-সভাপতি শেখ বশির আহমদ হেলালী, শফিকুর রহমান শফি মেম্বার, উপদেষ্টা মাষ্টার রেজাউল করিম রেজু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আয়াজ, প্রচার সম্পাদক শামসুল আলম, ৯নং ওয়ার্ড আ'লীগ সভাপতি ওসমান সরওয়ার, সাধারন সম্পাদক মেম্বার জিশান শাহরিয়ার, ৬নং ওয়ার্ড আ'লীগ সাধারন সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, ২নং ওয়ার্ড আ'লীগ সভাপতি সাবেক মেম্বার আফম তারেকুল ইসলাম,১নং ওয়ার্ড আ'লীগ সভাপতি ফজলুল মান্নান, সাধারন সম্পাদক শফিউল আজম, ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক আরফাত রানা, মিজানুর রহমান ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রমজান আলী মুর্শেদ প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় প্রবীণ আ'লীগ নেতা আবু বক্কর সিদ্দিক কালু, ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম সজিবসহ ইউনিয়ন আ'লীগ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এবার স্বাধীনতার উৎসবে স্বাধীনতা সংগ্রামের সারথী, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও ইউনিয়নের প্রবীণ আ'লীগ নেতাদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা দেয়া হচ্ছে।
পুর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষে আগামী ৩ ফেব্রুয়ারী বাদে জুমা কিশলয় স্কুল মিলনায়তনে পরবর্তী প্রস্তুতি বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে ইউনিয়ন আ'লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন উদযাপন পরিষদের আহবায়ক ও সদস্য সচিব।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।