ইব্রাহিম হোসেন, খুলনা প্রতিনিধিঃ
খুলনা মহানগরীর হোটেল সিটি ইন-এ সোমবার ৩১জুলাই সকাল ১১টায় ভারতীয় শিক্ষা মেলার উদ্বোধন করেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী ইন্দরজিত সাগর।
সেপ ইভেন্ট এন্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড মেলার আয়োজনে এই প্রতিষ্ঠানের সভাপতি সঞ্জয় থাপা’র সভাপতিত্বে এই
ভারতের ২০টি বিশ্ববিদ্যালয় এ শিক্ষা মেলায় অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্যে মেলা উম্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড মো: সাইফুল ইসলাম, খুলনা প্রেসক্লাব সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা টিভি রিপের্টার্স ইউনিট সভাপতি মল্লিক সুধাংশু প্রমুখ।
সেপ ভারতীয় শিক্ষা মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে, খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী ইন্দরজিত সাগর বলেন,
বাংলাদেশি শিক্ষার্থীরা চাইলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভারতকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নিতে পারেন। যে কোন দেশের চেয়ে অল্প খরচে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গড়ে দেয় ভারতের শিক্ষা ব্যবস্থা।