উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)
যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়া বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরে অম্বুবাচী তিথি উপলক্ষে ৭৯ তম বাৎসরিক ৮ম প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রম্ভ মহানামযজ্ঞানুষ্ঠানে ২৫ জুন মঙ্গলবার সন্ধার পর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান জলি আক্তার, খেদাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মমিন, হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন কুমার ধর, বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরের সভাপতি সুব্রত চক্রবত্তী, সাধারণ সম্পাদক সুব্রত কুমার পাল, হিসাবরক্ষক তারক দেবনাথসহ কমিটির সকল নেতৃবৃন্দ। এছাড়াও খেদাপাড়া ইউনিয়ন সহ পাশ্ববর্তী ইউনিয়ন থেকে আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ বিষয়ে মন্দিরের হিসাবরক্ষক তারক দেবনাথ বলেন, আমাদের মন্দিরের উন্নয়কল্পসহ সার্বিক বিষয়ে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য মহোদয়ের ছিল কঠোর সুদৃষ্টি। যার কারনে আজ মন্দিরটি মণিরামপুর উপজেলার শ্রেষ্ঠ মন্দির হিসাবে পরিচিতি লাভ করেছে। আশা করছি তিনি সব সময় মন্দিরের প্রতি সুদৃষ্টি দিয়ে যাবেন। আমরা মন্দিরের কমিটিসহ স্থানীয়রা প্রতিমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ। আমরা আমাদের অন্তরস্থল থেকে প্রতিমন্ত্রী মহোদয়ের প্রতি প্রনাম জ্ঞাপন করছি।