মির্জাপুর প্রতিনিধিঃ
খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে কলম ধর এরকম একটি স্লোগান সামনে রেখে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য টাংগাইল জেলা মির্জাপুর উপজেলার মসদই গ্রামের সন্তান মনিরুল ইসলাম কবির তার নিজ উদ্যোগে তার এলাকায় প্রতিটি গ্রামে প্রতিটি ক্লাবে খেলাধুলার জন্য ফুটবল বিতরণ করে থাকেন। তিনি সবসময়ই বলেন আমি চেষ্টা করছি আমরা আমাদের মির্জাপুরে তথা উয়াশী ইউনিয়নের প্রতিটি গ্রামে প্রতিটি ক্লাবেই কোমর মতি ফুটবল খেলোয়াড়দের জন্য ফুটবল বিতরণ করে আসছি। আমার ইচ্ছে ছিল আছে সবসময়ই ছেলেরা লেখা পড়ার পাশাপাশি বিকেলে মাঠে তারা নিয়মিত খেলাধুলা বিনোদনে থাকলে কোন ছেলে মাদকের সাথে জড়িত হতে পারে না। মনিরুল ইসলাম কবির বলেন আমি মসদই গ্রামবাসীদের নিয়ে প্রতিটি বছরে একটি দুটি করে খেলা পরিচালনা করে আসছি। শুধু ছেলেরা নয় বড়দের কেউ উৎসাহ দিচ্ছি। যাতে বড়ারা তাদের সন্তানদের কে মাঠে বা কোন ভালো কাজে উৎসাহ দিতে পারে। মনিরুল ইসলাম কবির তার নিজ এলাকায় কোমল মতি শিশু ছেলেদের জন্য ফুটবল বিতরণ করেন।