সজল রায়,কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়া জেলার খোকসা পৌর এলাকায় ৪ নং ওয়ার্ডে ডাকবাংলো রোডস্থ দিলীপ বিশ্বাসের অবৈধ ভেজাল গুড় কারাখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় কারখানাটির ম্যানেজার উজ্জ্বল বিশ্বাস ও ভেজাল গুড় ক্রেতা জয়নাল আবেদিনকে আটক করা হয়।
কারখানাটির ম্যানেজার উজ্জ্বল বিশ্বাসকে ৬ মাসের কারাদণ্ড ও ভেজাল গুড় ক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস।
অভিযানে ভেজাল গুড় তৈরির আলামত জনসম্মুখে ধ্বংস করা হয়।অভিযোগ রয়েছে এই ভেজাল গুড় তৈরি কারাখানায় আখের গুড়ের পরিবর্তে মানব দেহের জন্য ক্ষতিকর ফিটকারী, ফার্নিচারে করা রঙ, সোডা, হাইড্রোজ ও রাসায়নিক পদার্থ এবং গুড়ের সাথে মোলাসেস মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে আসছিলো।অভিযান পরিচালনা কালে র্যাব ১২ ইস্কাটন লিডার ইলিয়াস খান উপস্থিত ছিলেন।