বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরার রাজ্জাক পার্কে বসেছে বিনা লাভের দোকান  পঞ্চগড়ে পলিথিনমুক্ত উদ্যোগ: বেসরকারি পাটকলগুলোকে পাটের ব্যাগ উৎপাদনের আহ্বান মধ্যনগরে খাস জমি ভূমিহীনদের নামে বন্দোবস্ত দিলেও দখলে প্রভাবশালীরা  চট্টগ্রামে বাসের ধাক্কায় ছাত্রের মৃত্যু পুলিশের পোশাক পরে গরু চুরির আটক চারজন  রক্তাক্ত ২৮শে অক্টোবর ২০০৬ইং (পল্টন ট্রাজেডি) স্মরণে সালথায় জামায়াত ইসলামির গণসমাবেশ মোংলায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থদের পাশে আলহাজ্ব জুলফিকর আলী গ্যাস পাইপ স্থাপন কালে দেয়াল ধসে নিহত ১ আহত ২ বিমানবাহিনীর সাবেক উইং কমান্ডারের স্ত্রী ফারহা হত্যাকান্ডের মূলহোতা মিলন গ্রেফতার বাগেরহাটে শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

খোকসায় জেলা প্রশাসক সাইদুল ইসলাম এর বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১৪৪ বার পঠিত

সজল রায় কুষ্টিয়া,জেলা প্রতিনিধিঃ

 

কুষ্টিয়ার খোকসায় জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম খোকসা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম খোকসা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসেন এরপরে তিনি খোকসা উপজেলার পৌরসভা পরিদর্শন করেন।

এ সময় পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তাকে ফুল দিয়ে বরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, খোকসা পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম ও পৌরসভার কাউন্সিলর অন্যান্য কর্মকর্তাগণ ।

এরপরে তিনি খোকসা থানা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান ও খোকসা থানা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।

এ সময় তিনি খোকসা মাদক ও আইন শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয় খোঁজ খবর নেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রশাসন নির্দেশ দেন।

পরে তিনি শোমসপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। মাধ্যমিক বিদ্যালয় চত্বরে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করেন স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইভি ও অন্যান্য শিক্ষক কর্মচারীগণ।

জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

এই সময় জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম বলেন শিক্ষা প্রতিষ্ঠান একটি পবিত্র জায়গা এখানে ছাত্রছাত্রীগণকে পাঠ্য পুস্তকের সাথে সাথে তাদের নৈতিক শিক্ষা প্রদান করতে হবে।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ছাত্র-ছাত্রীদের কে পাঠ্য বইয়ের সাথে সাথে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে তুলবেন এবং তাদেরকে বিভিন্ন দিবস সম্পর্কে শিক্ষা দিবেন। পরে তিনি স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও মুজিব কর্নার, লাইব্রেরী ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। এরপর তিনি শোমসপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

এই সময়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দীন খান তাকে ফুল দিয়ে বরণ করেন। পরে তিনি উপস্থিত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

এরপর তিনি খোকসা ভূমি অফিস পরিদর্শন করেন এবং দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের বলেন আপনারা মানুষের হয়রানি করবেন না; যথাযথভাবে সেবা প্রদান করবেন, কারণ আপনারা রাষ্ট্রের কর্মচারী জনগণের টাকা আপনাদের বেতন হয়, তাই জনগণের সঙ্গে ভালো ব্যবহার করে তাদের যথাযথ ভাবে সেবা প্রদান করবেন।

এরপরে তিনি খোকসা উপজেলার স্থানীয় সাংবাদিকদেরকে বলেন, যেসব প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন তা আমার ভালো লেগেছে। তিনি সরকারের উন্নয়নমূলক কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।