মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
সুইজারল্যান্ডে বিজয় দিবস উদযাপন উপলক্ষে জুরিখ বিএনপির প্রস্ততি সভা মুন্সীগঞ্জে মরহুম গোলাম মোস্তফা ওরফে (মেঘু মোল্লা)র ৩০ তম মৃত্যুবার্ষিকীতে ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন অসহায় মানুষের জন্য কাজ করতে চাই,দূর্নীতি মুক্ত সমাজ চাই:এ্যাডঃ এ,বি,এম,সেলিম সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন  মধ্যনগরে চামরদানী ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা বোয়ালখালীতে গরু চুরি প্রতিরোধে খামারিদের সভা  ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে বছরে রাজস্ব আসবে ৫ হাজার কোটি টাকা-যাত্রী কল্যান সমিতি  বাঘায় আনিসুর রহমানের খুনি গেপ্তার তাহিরপুরে ক্রিকেট খেলা উদ্বোধন করলেন ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী

খোকসায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাংচুর ও মারপিটের অভিযোগ!

সজল রায় কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১১৮ বার পঠিত

 

সজল রায় কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়া জেলার খোকসায় বৃহস্পতিবার দুপুরে খোকসা থানাধীন পৌরসভার ৪নং ওয়ার্ডে কালিবাড়ী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসত বাড়ী ভাংচুর সহ মারপিটের ঘটনা ঘটেছে। হামলায় চার জন গুরুতর আহত হয়ে খোকসা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেই। আহত ব্যাক্তিরা হলেন ওমর কুমার ঘোষ (৫০), অজিদ বিশ্বাস (৪০), মিতা বিশ্বাস (৩০), আরতি রাহাত (৫৫)।

অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ মে) দুপুর আনুমানিক ১২.২০ ঘটিকার সময় শুখময় রাহাত (১১) ও মুন হলদার (১০) পাশেই গড়াই নদীতে গোসল করতে যায়। এ সময় শুখময় সাঁতার কাটতে গেলে মুন হলদারের গায়ে পা লাগে। মুন হলদার গিয়ে তার বাবাকে জলে চুবিয়ে ধরেছে বলে অভিযোগ জানায়। মুন হলদারের পিতা কমল হলদার তার মেয়ের কথা শুনে শুখময় রাহাতকে জলের মধ্যে কিছুক্ষণ ঘাড় ধরে চুবিয়ে রাখে এতে শুখময় রাহাত কিছুটা অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি প্রমিতা নন্দি (২১) দেখতে পেয়ে শুখময় রাহাতের দাদু ওমর কুমার ঘোষকে জানান। খবর পেয়ে দাদু ওমর কুমার ঘোষ ও ঠাকুমা আরতি রাহাত গিয়ে কমলের কাছে বিষয়টি জানতে চায়। এ বিষয়ে কমলের সাথে কথা কাটাকাটি হলে কমল তার পরিবারের লোকজনকে চিৎকার চেচামেচি করে ডেকে এনে তাদের উপর হামলা করে। পরে কমল তার পরিবারের লোকজন নিয়ে অজিদের বাড়ীতে হামলা করে ঘর বাড়ী ভাংচুর করে। হামলায় ওমর কুমার ঘোষ (৫০), অজিদ বিশ্বাস (৪০), মিতা বিশ্বাস (৩০), আরতি রাহাত (৫৫)। গুরুতর আহত হয়।

এ ব্যাপারে খোকসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কমল হলদারের স্ত্রী বন্যা হলদার (৩২), বলেন, নদীতে চান করার সময় শুখময় রাহাত আমার মেয়ের সম্মুখে অশ্লীল কথা বললে আমার মেয়ে নিষেধ করে ।পরে শুখময় রাহাত আমার মেয়েকে জলে চুবিয়ে ধরে। তিনি আরো বলেন বাচ্চাদের বিষয় নিয়ে মারামারি করাটা ঠিক হয়নি।

পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম তরুণ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারামারি ঘটনার বিষয়টি আমি শুনেছি। উভয় পক্ষকে সংযত থাকতে বলেছি।

এই ঘটনার বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন লিখিত অভিযোগ পেয়েছি সুস্থ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।