সজল রায় কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দৈনিক প্রথম আলোর বিতর্কিত সংবাদ পরিবেশনের জেরে সম্পাদক মতিউর
রহমানকে গ্রেফতার করার পাশাপাশি পত্রিকার নিবন্ধন বাতিলের দাবিতে খোকসায় মানববন্ধন হয়েছে।
খোকসা সরকারি কলেজের সামনে মানববন্ধন করছেন সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় খোকসা সরকারি কলেজের সামনে সাধারণ সচেতন ছাত্রছাত্রীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত থেকে বক্তব্য রাখেন খোকসা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ সরফরাজ শুভ, সাংগঠনিক সম্পাদক মোঃ রকি বিশ্বাস, পৌর ছাত্রলীগের সভাপতি হ্রদয়, সাধারন সম্পাদক রানা, খোকসা পৌর ছাত্রলীগের সহ সভাপতি জায়েদ আলম শশী, আরো উপস্থিত ছিলেন শামীম আহমেদ, মুক্তিযোদ্ধা মঞ্চ পৌর সভাপতি বাপ্পী সাধারন সম্পাদক রাকিবসহ বিভিন্ন ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
প্রথম আলোর উদ্দেশ্যমূলক সংবাদ প্রচারের জন্য দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে জানিয়ে বক্তারা এর তীব্র নিন্দা জানান। সেই সঙ্গে মানববন্ধন থেকে প্রথম আলো পত্রিকার নিবন্ধন বাতিলের পাশাপাশি সম্পাদকের গ্রেফতারের দাবি করেন।