মোঃ রাসেল সরকার,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার একটি কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ ঘটনার পর ফায়ার সার্ভিসের প্রায় ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে জানা যায়,গজারিয়া উপজেলার ভাটেরচর বাস স্ট্যান্ডসংলগ্ন বিশ্বদ্রোন ভাটেরচর গ্রামের পাসে একটি কয়েল ফ্যাক্টরি হয়,মেসার্স হাসান এন্টারপ্রাইজের মালিক আইয়ুব আলী সিকদারের কয়েল কারখানায় আগুন দেখতে পায় শ্রমিকরা। আড়াই হাজার স্কয়ার ফিটের কারখানাটিতে আগুন লাগার পর মুহূর্তে তা ছড়িয়ে পড়ে,খবর পেয়ে সকাল ৮টা ৫০মিনিটের দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার খবর পাই। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। প্রায় ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানার ভেতর দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে। অতিরিক্ত তাপ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছি।