মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া থানায় আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে গজারিয়া থানার আয়োজনে থানা প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান। সভায় সম্প্রীতি বজায় রেখে সুন্দর ও সুশৃংখল ভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করার বিষয় নিয়ে উপস্থিত সবাই আলোচনায় অংশ নেন এবং বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা মূলক মতামত তুলে ধরেন। প্রতিটি মন্ডপে পুলিশ, আনসার বাহিনী ছাড়াও সিভিলে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে দূর্গা পূজা চলাকালীন সময়ে দল মত, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয় গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা সোহেব আলীর সভাপতিত্বে ও ওসি তদন্ত এ,টি, এম আক্তার উজ জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গজারিয়া শাখার সভাপতি প্রদীপ কুমার চক্রর্বতী, সাধারণ সম্পাদক প্রদীপ রাজ বংশী প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।