শুক্রবার, ০২ মে ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক মণ্ডলী গঠিত মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  “সপ্ন জার, ফ্রিজ তার” স্লোগানে জুটিবদ্ধ কেয়া-পলক টঙ্গীবাড়ীতে পরকিয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী কে আটক মুন্সীগঞ্জে শ্রীনগরে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় চেকপোস্ট বসানোর ঘোষণা, মাটি কাটা বন্ধে উদ্যোগ। মুন্সীগঞ্জে বিক্রমপুর চাঁদের হাটের বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মুন্সীগঞ্জ জেলা শাখার মাসিক  বৈঠক অনুষ্ঠিত। কালিগঞ্জে মৌতলা একতা যুব সংঘের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সিরাজদিখানে কবিরাজের বিরুদ্ধে সাংবাদিকের মিথ্যা মামলা দায়ের! গতকাল ব্রাসেলস প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন, বজলুর রশীদ বুলু।

গজা‌রিয়ায় উপ‌জেলার জ‌ষ্টিতলা গ্রা‌মের কৃ‌তিমুখ জগন্নাথ বিশ্ববিদ্যাল‌য়ের সহ‌যোগী অধ্যাপক ড. তৌ‌হিদ খান কে সংবধনা।

মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধিঃ
  • আপডেট সময় রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২৩৬ বার পঠিত

 

মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের গজা‌রিয়া উপ‌জেলার জ‌ষ্টিতলা গ্রা‌মের কৃ‌তিমুখ, জগন্নাথ বিশ্ববিদ্যাল‌য়ের সহ‌যোগী অধ্যাপক ড. তৌ‌হিদ খান সম্প্রতি কানাডার ওয়াটারলু ইউ‌নিভা‌র্সি‌টি থে‌কে সম্প্রতি পাব‌লিক হেলথ বিষ‌য়ে পিএই‌চ‌ডি ডি‌গ্রি অর্জন ক‌রে‌ছেন। দে‌শের অ‌মেধাবী ও মেধাবীগণ যখন প‌শ্চিমামুখী, প্রবল পেশাগত সাফল্য ও আ‌র্থিক উন্ন‌তির সম্ভাবনা থাকা স‌ত্ত্বেও তা উ‌পেক্ষা ক‌রে তি‌নি মাতৃভূ‌মির টা‌নে গত ৪ সে‌প্টেম্বর দে‌শে ফি‌রে এ‌সে‌ছেন। আশা কর‌ছি স্ব‌দেশ তার কাছ থে‌কে ভা‌লো কিছুই পা‌বে।
ড. তৌ‌হিদ খান আমা‌দের সোনারং তরুছায়ার একজন শুভানুধ্যায়ী। তার সম্ম‌তি‌ক্রমে আজ আজ ৩০ সে‌প্টেম্বর ‌বি‌কে‌লে অনাড়ম্বর আ‌য়োজ‌নে সোনারং তরুছায়ার পক্ষ থে‌কে আলী যা‌কের চত্বর থে‌কে তাকে আমরা সংব‌র্ধিত করি।
এই অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির আসন অলংকৃত করেন বি‌শিষ্ট সমাজ‌সেবক, শিক্ষানুরাগী, ইসলামী চিন্তা‌বিদ ও শাহ শের আলী গ্রুপ এর চেয়ারম্যান ড. এম এ মান্নান সরকার, বি‌শেষ অ‌তিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন সমাজ‌সেবী ও মুন্সীগঞ্জ জেলা জাতীয় পা‌র্টির সাধারণ সম্পাদক ও ব‌রেণ্য অ‌ভিনয়‌শিল্পী র‌ফিকউল্লাহ সে‌লিম ও ইমামপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান হা‌ফিজুজ্জামান জিতু খান। সভাপ‌তিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অ‌ধিদপ্ত‌র (এল‌জিই‌ডি)’র প্রকল্প প‌রিচালক, সমাজ‌সেবী ও শিক্ষানুরাগী ই‌ঞ্জি‌নিয়ার মামুনুর র‌শিদ। অনুষ্ঠা‌নে ড. তৌ‌হিদ খা‌নের শিক্ষক, স্বজন ও স্থানীয় বিদ্যাল‌য়ের শিক্ষক ও সাংবা‌দিকসহ গণ্যমান্য সুধীজন উপ‌স্থিত ছিলেন।
ড. তৌ‌হিদ খানকে ফুল দি‌য়ে বরণ করা হয় ও ক্রেস্ট দি‌য়ে সংব‌র্ধিত করা হয়। প‌রে তৌ‌হিদ খান তার অনভূ‌তি ব্যক্ত ক‌রেন। অ‌তি‌থিবৃন্দ বক্তব্য রা‌খেন। সভাপ‌তি সমাপনী বক্তব্য রা‌খেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।